1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
রবিবার, ১৫ জুন ২০২৫, ১১:৫৩ অপরাহ্ন

পদ্মায় ফেরি ডুবির ৮ম দিনে ভেসেছে আংশিক  

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ১৩৬ বার পড়েছেন
সাদেকুর রহমান,শিবালয় প্রতিনিধি: পদ্মায় ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধাকে উদ্ধার অভিযানের ৮ম দিনের মাথায় নদীর তলদেশ থেকে  ফেরির আংশিক পানিতে ভাসিয়েছে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। নয়টি ট্রাকের মধ্যে ৮টি ট্রাক উদ্ধার এবং আরেকটি ট্রাক সনাক্ত করতে পেরেছে বিআইডব্লিউটিএর সনাক্তকারি জাহাজ সিনাই-১। যে কোন সময় ওটিকেউ উদ্ধার করা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।
বুধবার সন্ধ্যায় প্রত্যয়ের ক্রেনের মাধ্যমে নদীতে ডুবে থাকা ফেরিটিকে পানির মধ্যে আংশিক অংশ ভাসানো হয়।  এছাড়া নদীর তলদেশ থেকে আরও একটি ট্রাককে উদ্ধার করেছে রুস্তম। এ নিয়ে মোট ৮টি ট্রাক উদ্ধার করা হয়েছে।
উদ্ধার কাজে নিয়োজিত থাকা বিআইডব্লিউটিএর সহকারি পরিচালক আব্দুস ছালাম জানান, গত মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে রজনীগন্ধা ফেরিটিকে পানিতে ভাসানো হয়। এর আগে ফেরির নিচের অংশে এয়ার লিফটিং ব্যাগের মাধ্যমে ফেরিটিকে ওপরে তোলার কাজ করা হয়। তবে ফেরিটি উল্টানো অবস্থায় ভাসানোর  পর আজ সন্ধ্যার পরে ফেরি সোজা করা হয়েছে। তবে ফরিটির অর্ধেক অংশ পানির নীচে। এখন খু্ব তাড়াতাড়িই উদ্ধারকরা সম্ভব হবে বলে তিনি জানান। তবে অন্ধকার হয়ে যাওয়ায় আপাতত উদ্ধার কাজ বন্ধ রাখা হয়েছে। আগামীকাল সকাল থেকে আবারো ফেরিটিকে সোজা করে তীরের কাছে টেনে আনার চেষ্টা করা হবে।
উল্লেখ্য, গত ১৭ জানুয়ারী  রাত ১২টার পর রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্ত থেকে পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে আসে ইউটিলিটি (ছোট) ফেরি রজনীগন্ধা। ফেরিটিতে ৯টি মালবাহী যানবাহন ছিল। রাত দেড়টার দিকে ঘন কুয়াশার কারণে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের অদূরে পদ্মা নদীতে আটকা পড়ে ফেরিটি। পরের দিন সকাল আটটার দিকে ফেরিটি ডুবে যেতে থাকে। উদ্ধারকারী দলের সদস্যরা ২০ জনকে উদ্ধার করেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :