নিজস্ব প্রতিবেদক: নিম্নমানের চিনি ’তীর’ ও ‘ফ্রেশ‘ ব্যান্ডের প্যাকেটে ভরে বিক্রির দায়ে মানিকগঞ্জের এক ব্যবসায়ীকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ (শুক্রবার) বিকেল সাড়ে তিনটায় জেলা শহরের মানিকগঞ্জ দৃধবাজারে অভিযান চালিয়ে এই জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারি পরিচালক আসাদুজ্জামান রুমেল।
আসাদুজ্জামান রুমেল বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেখা যায় মেসার্স আল মাসুদ জেনারেল স্টোরের স্বত্ত্বাধিকারী মোঃ মাসুদ খান তাঁর গুদাম ঘরে ‘তীর’ ব্যান্ডের ৪৩৪ বস্তা এবং ’ফ্রেশ’ ব্র্যান্ডের ৬৬ বস্তা চিনি পাওয়া যায়। পরীক্ষা করে দেখা গেছে প্রতি বস্তায় ৫০ কেজি হিসেবে সেখানকার ২৫ টন চিনিই চিনি নিম্নমানের। এসব নিম্নমানের চিনি অধিক মূল্যে বিক্রির উদ্দেশ্যে ’তীর’ ও ’ফ্রেশ’ ব্যান্ডের বস্তায় ভরা হয়েছে। এটা ভোক্তাদের সাথে প্রতারণা। অভিযানকালে ওই ব্যবসায়ী তার অপরাধ স্বীকার করায় এবং ভবিষ্যতে এমন অপরাধ না করার শর্তে তাঁকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে। একইসাথে জব্দকৃত ২৫ টন চিনি ১২৮ টাকা কেজি দরে বিক্রি করে তার হিসেব আমাদের কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশণা দেওয়া হয়েছে।’
আসাদুজ্জামান রুমেল আরও বলেন, ‘আসন্ন রমজানকে লক্ষ্য করে টাঙ্গাইলের কালিহাতি উপজেলার এলেঙ্গা বাজারের মেসার্স মাহবুব ট্রেডার্স থেকে গত ১৫ ফ্রেবুয়ারি ক্রয় করা হয়েছে বলে ক্রয় রশিদে দেখা যায়। এই অপারধের সাথে মেসার্স মাহবুব ট্রেডার্সের সত্ত্বাধিকারী মোঃ মাহবুব রশিদও জড়িত। একারণে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
অভিযানে কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এবিএম সামছুন্নবী তুলিপসহ পুলিশ সদস্যরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।
Leave a Reply