অনলাইন বিনোদন ডেস্ক: আলোচিত নায়িকা নিপুণ আক্তার। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী এবার নতুন চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন। শুধু তাই নয়, তিনি নিজেই ছবিটি নির্মাণ করবেন। প্রতিবন্ধীদের জীবনযাত্রা নিয়ে এই ছবিটি করবেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে বিষয়টি জানান নিপুণ।
তিনি লেখেন, ‘ইউএস অ্যাম্বাসির আমন্ত্রণে প্রতিবন্ধী ব্যক্তিদের ওপর নির্মিত মুভিটি দেখে আমি সত্যিই আনন্দিত। ইনশাআল্লাহ প্রতিবন্ধী ব্যক্তিদের ওপর একটি মুভি আমিও বাংলাদেশে তৈরি করব। আর সেখানে প্রতিবন্ধী ব্যক্তিরাও অভিনয় করবেন।’ সবশেষ গত ১৬ সেপ্টেম্বর মুক্তি পায় নিপুণ অভিনীত সিনেমা ‘বীরত্ব’।
Leave a Reply