অনলাইন ডেস্ক: ঢাকাই সিনেমার প্রতিবাদী নায়িকা পরীমণি। বিভিন্ন ইস্যুতে অনুরাগীরা তার সাহসিকতার পরিচয় পেয়েছে। আপাতত ছেলে রাজ্যকে ঘিরেই সময় কাটছে তার।
বুধবার মধ্যরাতে ফেসবুকে দেওয়া পরীর একটি স্ট্যাটাস ঘিরে শুরু হয়েছে জল্পনা। কেননা সেখানে স্বামী শরিফুল রাজ, অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ও নির্মাতা রায়হান রাফীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন নায়িকা।
পরীমণি মিমকে উদ্দেশ্য করে লিখেছেন, নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল। রায়হান রাফীকে মেনশন করে লিখেছেন, সিনেমার সঙ্গে সঙ্গে দালালিটাও ভালো করেন দেখি। একই পোস্টে রাজকে উদ্দেশ্য করে পরী লেখেন, এটা এত দূর গড়াতে দেওয়া উচিত হয়নি তোমার।
মধ্যরাতে কেন পরী এমন পোস্ট দিলেন সে বিষয়ে এখনও স্পষ্ট জানা যায়নি। সময়ের সঙ্গে এই জল্পনার সত্যতা প্রকাশ্যে আসবে, এমনটাই প্রত্যাশা নেটিজেনদের।
Leave a Reply