1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ১১:০৪ পূর্বাহ্ন

ধামরাইয়ে স্থানীয় সরকার দিবসে বেশী সংখ্যক চেয়ারম্যান ছিলেন অনুপস্থিত

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৯ বার পড়েছেন

রাজীব, ধামরাই (ঢাকা): ঢাকার ধামরাইয়ে জাতীয় স্থানীয় সরকার দিবসের আলোচনা সভায় বেশীর ভাগ চেয়ারম্যানগণই চিলেন অনুপস্থিত।এ নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী ।

সোমবার(১৮ই সেপ্টেম্বর) ধামরাই উপজেলা হলরুমে এ দিবস উপলক্ষে জমকালো অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রশাসন। কিন্তু যাদের নিয়ে এ আয়োজন, তাদের বেশী সংখ্যকই ছিলেন অনুপস্থিত। এ অনুষ্ঠানের আয়োজনে ধামরাই উপজেলায় ১৬টি ইউনিয়নের চেয়ারম্যানের মধ্যে উপস্থিত ছিলেন মাত্র চারটি ইউনিয়নের চেয়ারম্যান। বাকী ১২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ ছিলেন অনুপস্থিত।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন, ‘সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দপ্তরের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয় অন্যতম। ইউনিয়নের চেয়ারম্যানগণরা হলেন এই দপ্তরের প্রাণ। অথচ স্থানীয় সরকার দিবস পালনে তারাই অনুপস্থিত। আমরা সবাই অনুষ্ঠানে উপস্থিত, অথচ ১৬ জন চেয়ারম্যানের মধ্যে ১২ জন চেয়ারম্যানই অনুপস্থিত। মাত্র চারজন চেয়ারম্যান অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন।’

তিনি আরো বলেন, ‘স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে যেসব উন্নয়নমূলক কাজ হয়, তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মাধ্যমেই হয়ে থাকে। এজন্য স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক হতে হবে। পড়াশোনা করে বিভিন্ন আইন জানতে হবে। এতে নিজের মূল্যায়ন ও গুরুত্ব বাড়বে।’

এদিকে জাতীয় স্থানীয় সরকার দিবস অনুষ্ঠানে অনুপস্থিত থাকার কারণ জানতে চেয়ে বাইশাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজানকে ফোন দেওয়া হলে তিনি এ বিষয়ে কথা বলবেন না বলে লাইন কেটে দেন।

একই বিষয়ে জানতে চাইলে সানোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেদ মাসুদ খান লাল্টু বলেন, ‘সকাল থেকে অসুস্থ ছিলাম, সেজন্য অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারিনি। অনুষ্ঠানে উপস্থিত থাকা আমার উচিত ছিল।’

অনুষ্ঠানে না যাওয়ার কারণ হিসেবে যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজু বলেন, ‘আমি একটি বিদ্যালয়ের কো-অফ সদস্য। ওই বিদ্যালয়ে মিটিং ছিল। তাছাড়া ইউনিয়ন পরিষদে বিশেষ কাজ থাকায় স্থানীয় সরকার দিবস অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারিনি।’

অনুষ্ঠানের সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বুলবুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ বেনজীর আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ গোলাম কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন, উপজেলা এলজিইডি প্রকৌশলী সালেহ হাসান প্রামাণিক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলীম খান সেলিম প্রমুখ

উল্লেখ্য ধামরাই উপজেলা প্রশাসনের উদ্যোগে এক দিনের জন্য জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে আজ এ উন্নয়ন মেলার আয়োজন করা হয়।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :