প্রেমের কৌতহলে কিংবা আভাসে ইঙ্গিতে-
কতভাবেই তো ভালোবাসার কথা বলে যাও।
হৃদয়ঘটিত মন ভেঙে যাওয়ার খবর কী তুমি পাও?
তোমাকে না পাওয়ার ভীষণ অস্থিরতায়-
বুকের ভেতরে ক্ষত,তুমি কী দেখতে পাও?
কোমল হাতের স্পর্শে খুলে যায়,
আমার নীল শার্টের সব-কটি বোতাম,
তুমি দূর থেকে দেখে যাও।
হঠাৎ করে নেমে আসে কালবৈশাখী ঝড়,
নিবেদিত ভাবে কান পেতে শুনতে কী পাও?
সামাজিক দায়বদ্ধতা ভেঙে,
বহুবার পালিয়ে যেতে চেয়েছো আমাকে নিয়ে অন্য কোথাও?
তোমাকে বোঝাতে পারিনি,
কোনো এক ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে আমার ভালোবাসাও।
চলে গেছে বহু সময়,
অবশিষ্ট যেটুকু দৃষ্টিগোচর হয়,
তাও পোড়া কাঠকয়লার দহনে পুড়ছে…………
______________________________
দুর্গাপুর, নেত্রকোণা।
Leave a Reply