সাদেকুর রহমান, শিবালয় প্রতিনিধি: শিবালয় উপজেলার তেওতা ইউনিয়ন আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে তেওতা কবি নজরুল-প্রমিলা স্মৃতি বিজারিত জমিদার বাড়ির মাঠ প্রঙ্গনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আবু আহাদ এবং সাধারণ সম্পাদক আবুল বাসার সুমন ।
এ সম্মেলন উদ্বোধন করেন শিবালয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান খান জানু ।
তেওতা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রপ্ত সভাপতি মোঃ আবু আহাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাইমুর রহমান দূর্জয় ।
এসময় বক্তব্য রাখেন, মারিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এড. গোলাম মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক এড. আব্দুস সালাম পিপি প্রমুখ ।
এছাড়া মানিকগঞ্জ জেলা, শিবালয় উপজেলা ও স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন ।
Leave a Reply