অনলাইন ডেস্ক: রাজধানীর শাহীনবাগে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনা নিয়ে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানের সঙ্গে আলোচনা করেছে মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডোনাল্ড লু। ওয়াশিংটনের পক্ষ থেকে রাষ্ট্রদূতের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানানো হয়েছে।
রোববার (১৮ ডিসেম্বর) ঢাকা ও ওয়াশিংটনের কূটনৈতিক সূত্র এমন তথ্য নিশ্চিত করেছে। কূটনৈতিক সূত্র জানায়, বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরে মোহাম্মদ ইমরানের সঙ্গে ডোনাল্ড লুর রাষ্ট্রদূতের ঘটনা নিয়ে আলোচনা করেন। সূত্র বলছে, ওই আলোচনায় শাহীনবাগে মার্কিন রাষ্ট্রদূতের ঘটনার বিষয়ে উদ্বেগ জানানো হয়েছে।
এদিকে, রাষ্ট্রদূতের সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় বাংলাদেশি দূতের আলোচনার বিষয়ে রোববার (১৮ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের মুখোমুখি হন কয়েকজন সাংবাদিক। বিষয়টি নিয়ে জানতে চাইলে সচিব বলেন, হয়তো কনসালটেশনের জন্য গিয়েছিল। এ বিষয়ে ঢাকার পক্ষ থেকে উদ্বেগের কারণ আছে কিনা জানতে চাইলে সচিব বলেন, উদ্বেগের কোনো কারণ নেই।
Leave a Reply