অনলাইন ডেস্ক:ঢাকায় আসছেন মার্কিন পররাষ্ট্র দফতরের জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসনবিষয়ক সহকারী মন্ত্রী জুলিয়েটা ভ্যালস নয়েস। আগামীকাল রোববার (৪ ডিসেম্বর) ঢাকায় পা রাখার কথা তার। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে কিছুসংখ্যক রোহিঙ্গা নিতে আগ্রহী। প্রথম পর্যায়ে দেশটি বাংলাদেশ থেকে অর্ধশতাধিক রোহিঙ্গা নেবে।
এ লক্ষ্যে উভয়পক্ষের মধ্যে আলোচনা চলছে। জুলিয়েটা ভ্যালস নয়েস সফরকালে বিষয়টি আলোচনায় উঠবে বলে আশা করা হচ্ছে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও বৈশ্বিক রাজনীতি নিয়েও সরকারের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হতে পারে নয়েসের সঙ্গে। একই সঙ্গে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা করবেন তিনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার রোহিঙ্গাদের সরেজমিন দেখতে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে যাবেন জুলিয়েটা। সেখানে তিনি রোহিঙ্গাদের সঙ্গে আলাপ করবেন। পরদিন মঙ্গলবার কক্সবাজার থেকে নোয়াখালীর ভাসানচরে স্থানান্তরিত রোহিঙ্গাদের দেখতে যাওয়ার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের মন্ত্রীর। সফরে পররাষ্ট্র, স্বরাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ও শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন জুলিয়েটা। সফর শেষে আগামী ৭ ডিসেম্বর থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি।
Leave a Reply