অনলাইন ডেস্ক: মুদ্রাবাজারে অস্থিরতা কমাতে কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত মেনে রেমিট্যান্স ও রফতানিতে ডলারের অভিন্ন রেট নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা)।
রবিবার (১১ সেপ্টেম্বর) সোনালী ব্যাংকের বোর্ড রুমে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) নেতাদের সঙ্গে বৈঠক শেষে বাফেদার চেয়ারম্যান ও সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আফজাল করিম ডলারের বিনিময় হার ঘোষণা করেন।
সোমবার (১২ সেপ্টেম্বর) থেকেই ব্যাংকগুলোতে এ হার কার্যকর হবে বলে জানিয়েছে বাফেদা।
সোমবার থেকে দেশে রেমিট্যান্স হিসেবে আসা ডলারের বিনিময় হার হবে সর্বোচ্চ ১০৮ টাকা। রফতানি বিল নগদায়ন হবে প্রতি ডলার ৯৯ টাকা। অর্থাৎ রেমিট্যান্স আহরণ ও রফতানি বিল নগদায়নে ব্যাংকগুলোর গড় খরচ হবে ১০৩ টাকা ৫০ পয়সা। এর সঙ্গে ১ টাকা যোগ করে আমদানিকারকের কাছে ডলার বিক্রি করবে ব্যাংকগুলো।
ফলে এলসি সেটেলমেন্টের জন্য ১০৪ টাকা ৫০ পয়সায় ডলার বিক্রি হবে। এতে আমদানিকারকদের খরচ কিছুটা কমবে।
এ বিষয়ে বাফেদার চেয়ারম্যান ও সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আফজাল করিম বলেন, এ বিনিময় হার সোমবার থেকে কার্যকর হবে এবং আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি অনুযায়ী সময়ে সময়ে পরিবর্তন আনা হতে পারে।
ব্যাংকের নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন বলেন, আমরা সকলে মিলে একটি স্থিতিশীল ও স্বচ্ছ একটি আন্তঃব্যাংক মার্কেট কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছি। এটি এমন রেট, যা সকলের জন্য ভালো হবে। বর্তমান বাজার পরিস্থিতিতে এটিই সবচেয়ে ভালো দর। আর দর বাস্তবায়নের বিষয়ে অবশ্যই বাংলাদেশ ব্যাংকের মনিটরিং, তদারকি ও হস্তক্ষেপ করার সুযোগ থাকবে।
পাঁচ কার্যদিবস পর গড় হার বিবেচনায় আবার ডলারের দর পুণঃনির্ধারণ করা হবে বলে সভায় জানানো হয়।
Leave a Reply