1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১০:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :

টাঙ্গাইলে গণপরিবহন সংকট, ভোগান্তিতে সাধারণ মানুষ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ২৫২ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহন কম দেখা গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার যাত্রীরা। মহাসড়কে পুলিশের তৎপরতা রয়েছে। উত্তরবঙ্গের প্রবেশদ্বার এলেঙ্গা বাসস্ট্যান্ডে আজ শুক্রবার বিকেলে সরেজমিনে দেখা যায়, যাত্রীবাহী বাস কম চলাচল করছে।

মহাসড়ক স্বাভাবিকের চেয়ে ফাঁকা। সরাসরি ঢাকাগামী বাসের সংখ্যা একেবারেই কম। তবে কিছু বাস গাজীপুরের চন্দ্রা পর্যন্ত যাচ্ছে। সেখানেও আবার নেওয়া হচ্ছে অতিরিক্ত ভাড়া। মহাসড়কের ঢাকামুখী বাসের চেয়ে মালবাহী ট্রাকের পরিমাণ বেশি।  এলেঙ্গা থেকে মহাখালীতে ‘হাইচয়েজ’ বাসে জনপ্রতি ২০০ টাকা করে নেওয়া হচ্ছে। ঝটিকা বাসের হেলপার রফিক মিয়া বলেন, ‘এলেঙ্গা থেকে চন্দ্রা পর্যন্ত ১০০ টাকা ভাড়া নিচ্ছি। অন্যদিন ৬০-৭০ টাকা নেই। সড়কে বাস কম। ‘

ঢাকার মহাখালী যাবার জন্য প্রায় ১ ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছেন শরীফ মিয়া। তিনি বলেন, ‘আমি ইউনিলিভার কম্পানিতে চাকরি করি। অনেকক্ষণ ধরে গাড়ি পাচ্ছি না। গতকাল বৃহস্পতিবার বাসে ঢাকা থেকে এলেঙ্গা এসেছি ৩০০ টাকা দিয়ে। ‘ গাইবান্ধা যাওয়ার জন্য অপেক্ষারত যাত্রী জিয়া উদ্দিন বলেন, ‘আমি একটি বেসরকারি সংস্থায় চাকরি করি। প্রায় এক ঘণ্টা থেকে গাড়ি পাচ্ছি না। অন্য দিন বাস পেতে সময় লাগে না। ‘

টাঙ্গাইল জেলা বাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড়মনি বলেন, ‘ঢাকামুখী বাস চলাচল নিষেধ করা হয়নি। তবে টাঙ্গাইল থেকে ঢাকামুখী বাস চলাচল কম করছে। কারণ বাস মালিক শ্রমিকরা ভয়ে আছেন। যদি গতবারের মতো বিএনপির লোকেরা বাসে ও যাত্রীদের আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেয়। ‘

এদিকে ১০ ডিসেম্বরে ঢাকায় বিএনপির সমাবেশ উপলক্ষে বৃহস্পতিবার বিকেল এলেঙ্গা, টাঙ্গাইল শহরসহ জেলার বিভিন্ন পয়েন্টে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিবাদ মিটিং মিছিল করছেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :