1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৩:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব মানিকগঞ্জে শানে রেসালাত মহাসম্মেলন আলেম ওলামাদের হুসিয়ারি বাংলাদেশে অবশ্যই কাদিয়ানীদের অমুসলিম ঘোষনা করতে হবে অন্তর্বর্তী সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের পূর্ণসমর্থন রয়েছে পিরোজপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, ৮ জন নিহত মানিকগঞ্জে ৩৪ পূজামণ্ডপে জেলা বিএনপি সভাপতি আফরোজা খান রিতার অনুদান মানিকগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠিত আহবায়ক জাহাঙ্গীর, সদস্য-সচিব শাহানুর মিরপুরে গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে ছাত্রদলের বৃক্ষরোপণ সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর স্ত্রীর গাড়ির ড্রাইভারের সিংগাইরে ২ কোটি টাকার ডুপ্লেক্স বাড়ি!   গাইবান্ধার পলাশবাড়ীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সভা গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক মাদক কারবারি গ্রেফতার

জি ২০ তে অংশ নিতে টেলিগ্রাম সম্পাদক সুজন এখন নয়াদিল্লি

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২৭ বার পড়েছেন

নিজস্ব প্রতিনিধি:জি ২০ তে অংশ নিতে দৈনিক টেলিগ্রাম সম্পাদক শহিদুল ইসলাম সুজন এখন নয়াদিল্লি।ভারত সরকারের আমন্ত্রনে গত সেপ্টেম্বর তিনি সকালে হযরত ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভেসতা এয়ারলেন্সে বিমানযোগে দিল্লি পৌঁচেছেন।

দিল্লির প্রগতি ময়দানে আগামী ৯ ও ১০ সেপ্টেমবর অনুষ্ঠিত হবে এই আন্তর্জাতিক সম্মেলন।বিশ্বের সবচেয়ে ধনী ও শক্তিধর দেশের নেতারা অংশ নেবেন এই সম্মেলনে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ফ্রান্সের ইমানুয়েল ম্যাক্রোঁ, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ একের পর এক অতিথি এসে পৌঁছাবেন বৃহস্পতিবার রাত থেকে। এই সম্মেলনের জন্য দিল্লির প্রগতি ময়দানকে নতুন করে গড়ে তোলা হয়েছে।

ভারতে প্রথমবারের মতো জি–২০ সম্মেলনের আয়োজন করা হচ্ছে। সম্মেলন উপলক্ষে নতুন রূপে সাজানো হয়েছে নয়াদিল্লিকে। নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। মাঠে নামানো হয়েছে ১ লাখ ৩০ হাজার পুলিশ ও আধা সামরিক বাহিনীর সদস্য। নিরাপত্তার খাতিরে রয়েছে ড্রোন–বিরোধী ব্যবস্থা। দিল্লির বানরের দলগুলোকে ঠেকাতেও নেওয়া হয়েছে অভিনব সব কৌশল।

জি–২০ জোটের বর্তমান সদস্য আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, তুরস্ক, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন।

বিশ্বের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৮০ শতাংশই এই জোটের দখলে। আর আন্তর্জাতিক বাণিজ্যের ৭৫ শতাংশের সঙ্গে জড়িত জি–২০ দেশগুলো। জি–২০–এর এবারের সম্মেলনের সভাপতিত্ব করছে ভারত। এ সম্মেলনে আলোচনার বিষয়বস্তুগুলো হলো বহুপক্ষীয় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে উন্নয়নশীল দেশগুলোর জন্য আরও ঋণের ব্যবস্থা করা, আন্তর্জাতিক ঋণকাঠামোর সংস্কার, ক্রিপ্টোকারেন্সি নিয়ে নীতিমালা তৈরি এবং খাদ্য ও জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে ভূরাজনৈতিক অনিশ্চয়তার প্রভাব।

বিশ্বের প্রভাবশালী দেশগুলোর রাষ্ট্রপ্রধানরা আসছেন দিল্লিতে। দক্ষিণ এশিয়ার এই দেশটির রাজধানীকে নতুন করে সাজানো হয়েছে। ব্যাপক নিরাপত্তার ব্যাবস্থা করেছে ভারত সরকার।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :