1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে চালকের গলা কেটে  অটোরিক্সা ছিনতাই চক্রের ৩ সদস্য আটক ঘণকুয়াশায় সাড়ে ৫ঘন্টা আরিচা-কাজিরহাট এবং ৪ ঘন্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে জুলাই ঘোষণাপত্রের খসড়ায় যা থাকছে ঘণকুয়াশায় আরিচা-কাজিরহাট, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ হরিরামপুরে ডেবনেয়ার গ্রুপের উদ্যাগে দশ হাজার কম্বল বিতরণ ঘিওরে ক্যান্সার আক্রান্ত নারীকে জবাই করে হত্যা  কান্ঠাপাড়া হাট বাজার পরিচালনা কমিটির  পরিচিতি সভা অনুষ্ঠিত ঘণকুয়াশায় আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি সার্ভিস বন্ধ শিবালয়ে যমুনায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে গ্রেপ্তার ২ শিবালয়ে খাবারের সাথে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে গৃহকর্তার সর্বস্থ লুটে নেয়া চক্রের এক সদস্য আটক

জিলাপির যত গুণ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৯ জুলাই, ২০২৪
  • ৭৬২ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: জিলাপির স্বাদ নিয়ে দ্বিমত নেই কারও। কেননা রসে ভরা গরম গরম এ মিষ্টান্ন কমবেশি সবারই পছন্দ। সুস্বাদু জিলাপি রোগ নিরাময়ে বেশ উপকারী। গরম জিলাপি যেমন মাইগ্রেনের সমস্যা সারাতে পারে ঠিক তেমনি মানসিক চাপও দূর করতে পারে। জেনে নিন জিলাপির গুণ।

১। যাদের জন্ডিস আছে তারা প্রতিদিন দুটি জিলাপি খেতে পারেন। খালি পেটে খেলে বেশ উপকার পাবেন।

২।তীব্র মাইগ্রেন থাকলে জিলাপি আপনার জন্য মহৌষধ। সকালে দুধের সঙ্গে জিলাপি খান। যেকোনো ধরনের মাথাব্যথা থেকে নিরাময় পাবেন। স্ন্যাক হিসেবেও দুধের সঙ্গে জিলাপি খেতে পারেন। তাতেও মাইগ্রেনের উপকার পাবেন।

৩। জিলাপি স্ট্রেস বাস্টার ডেজার্ট। তাই যখনই আপনি টেনশন বা স্ট্রেসে থাকবেন, তখনই টাটকা জিলাপি খান। এর মাধুর্য আপনার মনকে হালকা করবে এবং এটি খেলে উদ্বেগ-মানসিক চাপও চলে যায়। এটি স্ট্রেস হরমোন কমায়। এ জন্য বয়স্করা এখনও পরীক্ষার আগে বা কোনো শুভ কাজের আগে শিশুদের দুধ, জিলাপি বা দই খাওয়ান।

৪। অনেক মানুষ স্থূলতায় ভুগছেন, আবার এমন অনেক তরুণ আছেন যারা অনেক কিছু খেয়েও ওজন বাড়াতে পারছেন না। তারা খাদ্য তালিকায় অবশ্যই রাখতে পারেন জিলাপি। জিলাপিতে মিষ্টি খাবার ও ক্যালোরি আছে তাই এটি ওজন বাড়াতে সহায়ক। এক গ্লাস দুধের সঙ্গে দেশি ঘিয়ে ভাজা জিলাপি খেলে আপনার ওজন দ্রুত বাড়বে।

এক টুকরা জিলাপির পুষ্টিগুণ

ফ্যাট-২ দশমিক ২ গ্রাম, প্রোটিন- শূন্য দশমিক ২ গ্রাম, কার্বোহাইড্রেট-৫ দশমিক ৬ গ্রাম, ক্যালসিয়াম- শূন্য দশমিক ৫ মিলিগ্রাম, পটাসিয়াম- ৩ দশমিক ৬ মিলিগ্রাম, সোডিয়াম- শূন্য দশমিক ৩ মিলিগ্রাম, আয়রন- শূন্য দশমিক ১ মিলিগ্রাম, ভিটামিন ‘এ’- ২০ দশমিক ৭ মাইক্রোগ্রাম।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :