অনলাইন আন্তর্জাতিক ডেস্ক: ইতালির ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন উগ্র ডানপন্থী নেতা জর্জিয়া মেলোনি (৪৫)। শনিবার (২২ অক্টোবর) রাজধানী রোমে প্রেসিডেন্টর বাসভবন কুইরিনাল প্রাসাদে প্রেসিডেন্ট সার্জিও ম্যাত্তারেলার সামনে শপথ নেন তিনি।
উগ্র ডানপন্থী নেতা জর্জিয়া মেলোনি শুক্রবার ইতালি’র প্রধানমন্ত্রী মনোনীত হয়েছেন। মেলোনির দল ‘ব্রাদার্স অফ ইতালি পার্টি’ ২৫ সেপ্টেম্বরের আইনসভা নির্বাচনে জয়ী হয়েছিল কিন্তু সরকার গঠনের জন্য দলের বাইরের জোটের সমর্থনের প্রয়োজন ছিল।
ব্রাদার্স অফ ইতালি পার্টি ইউরোসেপ্টিক (ইউরোপীয় ইউনিয়নের ক্ষমতা বৃদ্ধির বিরোধী) এবং অ্যান্টি-ইমিগ্রেশন বা অভিবাসন বিরোধী।
মেলোনির নিয়োগ ইউরোজোনের তৃতীয় বৃহত্তম অর্থনীতি এবং ব্রাদার্স অফ ইতালি পার্টির জন্য একটি ঐতিহাসিক ঘটনা। এই দল আগে কখনো সরকারে ছিল না। প্রধানমন্ত্রী হিসেবে নাম ঘোষণার পরপরই ৬ নারীসহ ২৪ মন্ত্রীর নাম ঘোষণা করেছেন। এদিন শপথ নেন তারাও।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইতালির ৬৮তম সরকারের প্রধান হলেন মেলোনি। এ সরকার ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের সাবেক প্রধান মারিও দ্রাগির নেতৃত্বাধীন জাতীয় ঐক্য প্রশাসনের স্থলাভিষিক্ত হবে।
Leave a Reply