1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৮:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে চালকের গলা কেটে  অটোরিক্সা ছিনতাই চক্রের ৩ সদস্য আটক ঘণকুয়াশায় সাড়ে ৫ঘন্টা আরিচা-কাজিরহাট এবং ৪ ঘন্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে জুলাই ঘোষণাপত্রের খসড়ায় যা থাকছে ঘণকুয়াশায় আরিচা-কাজিরহাট, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ হরিরামপুরে ডেবনেয়ার গ্রুপের উদ্যাগে দশ হাজার কম্বল বিতরণ ঘিওরে ক্যান্সার আক্রান্ত নারীকে জবাই করে হত্যা  কান্ঠাপাড়া হাট বাজার পরিচালনা কমিটির  পরিচিতি সভা অনুষ্ঠিত ঘণকুয়াশায় আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি সার্ভিস বন্ধ শিবালয়ে যমুনায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে গ্রেপ্তার ২ শিবালয়ে খাবারের সাথে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে গৃহকর্তার সর্বস্থ লুটে নেয়া চক্রের এক সদস্য আটক

চা বাগান শ্রমিকদের জীবনমান উন্নতির জন্য গ্রহণ করা হচ্ছে প্রকল্প

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৬০ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক: চা বাগান শ্রমিকদের জীবনমান উন্নতির জন্য প্রকল্প গ্রহণ করা হচ্ছে। শুধু চা শ্রমিক নয়, এদের পোষ্য ও প্রকল্প এলাকার অসচ্ছল পরিবারের জীবনমানের উন্নতি যোগ হবে এই প্রকল্পের মাধ্যমে। এটি প্রত্যাশা সংস্থার ‘প্রচেষ্টা’ নামে একটি সংগঠন বাস্তবায়ন করবে। তবে মূল দায়িত্বে থাকবে সমাজসেবা অধিদফতর। যেখানে ব্যয় ধরা হয়েছে ৪৮ কোাট ৯৪ লাখ  ৮৪ হাজার টাকা। তবে এই ব্যয়ের পরিমাণ কমে আসতে পারে বলে পরিকল্পনা কমিশন থেকে আভাস পাওয়া গেছে।

জানা গেছে, এই প্রকল্প গ্রহণ করার মূল উদ্দেশ্য হচ্ছে, শ্রমিক পরিবারের সব কর্মক্ষম ব্যক্তিদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। কারণ, চা বাগানের শ্রমিকদের দৈনিক মজুরি অনেক কম। প্রতিটি পরিবার থেকে একজন সদস্য বাগানের কাজ করার সুযোগ পায়। ফলে একজনের স্বল্প আয়ে পরিবারের দৈনন্দিন ব্যয় চালানো কষ্টসাধ্য হয়ে যায় । চা বাগানের মানুষেরা অনেক বছর ধরে স্বল্প আয়ে জীবনযাপন করছে।

এ ব্যাপারে প্রত্যাশা সংস্থার নির্বাহী পরিচালক জানান, প্রকল্পের মাধ্যমে ৫টি জেলার ২০টি উপজেলার ৯ হাজার ৫০০ উপকারভোগীর মধ্যে সেলাই মেশিন, টেইলারিং, ভ্যান বিতরণ, হাঁস, মুরগির খামার ও ঘর করে দেওয়া হবে। পাশাপাশি প্রতিবন্ধীদের মধ্যে অটোরিকশা, হুইল চেয়ার বিতরণ করা হবে। এ ছাড়াও আত্মকর্মসংস্থানমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

এদিকে কুড়িগ্রাম জেলায় কোনো চা বাগান নেই। এরপরও এই জেলার চা বাগানের শ্রমিকদের কথা বলা হয়েছে। এ ছাড়াও আইএমইডি বিভাগ থেকে একটি কমিটি গঠনের সুপারিশ করা হয়েছে। বিশেষ করে ব্যয়ের বিষয়টি পর্যালোচনা করার উদ্দেশ্যে এই কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে। এ ছাড়া প্রকল্পে অন্তর্ভুক্ত কুড়িগ্রামের চা বাগান বাদ দিতে বলা হয়েছে।

জানা গেছে, প্রকল্পটি হবিগঞ্জ জেলার ৩টি উপজেলা, মৌলভীবাজারে ৭টি উপজেলা, সিলেটের ৪টি উপজেলা, পঞ্চগড়ের ২টি উপজেলা ও কুড়িগ্রামের ৪টি উপজেলা। তবে কুড়িগ্রামে তেমন কোনো চা বাগান না থাকায় এই জেলা বাদ দেওয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :