1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
সোমবার, ১৬ জুন ২০২৫, ১২:৫৯ পূর্বাহ্ন

ঘন কুয়াশায় আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ১২০ বার পড়েছেন

সাদেকুর রহমান, শিবালয় প্রতিনিধি: ঘন কুয়াশার কারণে আরিচা-কাজিরহাট নৌপথে মঙ্গলবার দিবাগত রাত ১১টা থেকে এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে রাত ১:৩০ ঘটিকা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে।সময় মাঝ  নদীতে ৫টি ফেরি এবং বাকী সকল ফেরিগুলো যানবাহন বোঝাই করে ঘাটগুলোতে নোঙর করে রয়েছে।ফলে নদী পার-পার হতে আসা গাড়িগুলোকে ঘাটেই অপেক্ষার প্রহর গুণতে হচ্ছে।এতে দুর্ভোগে পড়েছেন এসব যানবাহনের যাত্রী ও শ্রমিকরা।

বিআইডব্লিউটিসি সুত্রে জানা গেছে, মঙ্গলবার(১৬ জানুয়ারী) সন্ধ্যার পর থেকে আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া  নৌপথে কুয়াশা পড়তে শুরু করে। রাত ১১:০০ ঘটিকার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে এ নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।এসময় ২টি ফেরি শাহ আলী ও রুহুল আমিন মাঝ নদীতে এবং বেগম রোকেয়া ও সুফিয়া কামাল আরিচা ঘাটে নোঙর করে রাখা হয়েছে।

একই কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে মঙ্গলবার দিবাগত রাত ১:৩০ ঘটিকা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এসময় ৩টি ফেরি এনায়েতপুরী, রজনী গন্ধা ও হাসনা হেনা যাত্রী ও যানবাহন নিয়ে পদ্মার মাঝ নদীতে নোঙর করে থাকতে বাধ্য হয়েছে।

এছাড়া ৭টি ফেরি বীর শ্রেষ্ঠ জাহাঙ্গীর, ভাষা শহীদ বরকত, মতিউর রহমান, কেরামত আলী, কুমিল্লা, করবী ও বনলতা পাটুরিয়া ঘাটে এবং ৪টি ফেরি ফরিদপুর, খান জাহান আলী, বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান ও শাহ পড়ান দৌলতদিয়া ঘাটে নোঙর করে রয়েছে।

চ্যানেলের মার্কিং পয়েন্ট ও ফগ লাইট ব্যবহার করেও অসুবিধা হচ্ছিল বলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে বলে ফেরি কর্তৃপক্ষ জানিয়েছেন। বুধবার সকাল সাড়ে ৮টায় এরিপোর্ট লেখা পরযন্ত ফেরি চলাচল বন্ধ রয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)আরিচা আঞ্চলিক কারযালয়ের ডিজিএম শাহ-মুহাম্মদ খালেদ নেওয়াজ জানান, নদীতে কুয়াশার ঘনত্ব বাড়ায় সামান্য দূরের কিছুই দেখা যাচ্ছিল না। এসময় দূর্ঘটনা এড়াতে মঙ্গলবার রাত ১১টায় আরিচা-কাজিরহাট এবং রাত ১:৩০ ঘটিকা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব কমে আসলে ফেরি চলাচল স্বাভাবিক হবে বলে তিনি জানান।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :