সাদেকুর রহমান, শিবালয় প্রতিনিধঃ ঘন কুয়াশার কারণে আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছেন কর্তৃপক্ষ।
শনিবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, ‘ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো চোখে পড়ছিলনা। দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এসময় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে চলাচলকারী দুটি ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ পদ্মায় নোঙর করে রয়েছে।
তিনি বলেন, ‘নৌপথে দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে ৯টা থেকে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে। একই কারণে আরিচা-কাজিরহাট নৌরুটেও ফেরি চলাচল বন্ধ। কুয়াশার ঘনত্ব কেটে গেলে ফেরি চলাচল শুরু হবে। ‘দুই নৌরুটে আগত যানবাহনগুলো ঘাট এলাকায় সিরিয়ালে রাখা হয়েছে। ফেরি চলাচল শুরু হলে সিরিয়াল অনুযায়ী যানবাহনগুলো পারাপার করা হবে বলে তিনি জানান।
Cheers!