1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
রবিবার, ১৫ জুন ২০২৫, ১১:৩০ অপরাহ্ন

ঘণকুয়াশার কারণে ৫ ঘণ্টা পর আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি সার্ভিস চালু

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ১৩১ বার পড়েছেন

সাদেকুর রহমান,শিবালয় প্রতিনিধি: ঘণকুয়াশার কারণে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি সার্ভিস চালূ হয়েছে।

রবিবার (৩১ ডিসেম্বর) সকাল পোনে ৯টায় কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়, বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম শাহ মুহাম্মদ খালেদ নেওয়াজ।

বিআইডব্লিউটিসি সুত্রে জানা গেছে, শনিবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত ৩টা রবিবার সকাল ৮:২০পর্যন্ত আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ ছিল। এসময় ফেরি রুহুল আমিন ও বেগম রোকেয়া আরিচা ঘাট থেকে ছেড়ে কাজিরহাট যাওয়ার পথে মাঝ নদীতে নোঙর করে থাকে।

এদিকে একই কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে রাত ৩:৩৫ ঘটিকা থেকে রবিবার সকাল ৮:৪০ ঘটিকা  পর্যন্ত বন্ধ থকার পর ফেরি চলাচল শুরু হয়। এসময় রো রো ফেরি বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান ও করবী মাঝ নদীতে নোঙর করে থাকে।বাকী ফেরিগুলো দুই পারে নোঙর করে রাখা হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম শাহ মুহাম্মদ খালেদ নেওয়াজ বলেন, কুয়াশার ঘনত্ব কেটে যাওয়ায় রবিবার সকাল ৮:৪০ থেকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে।তবে যানবাহনের কোন সিরিয়াল নেই।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :