সাদেকুর রহমান,শিবালয় প্রতিনিধি:ঘণকুয়াশার কারণে আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি সার্ভিস বন্ধ রয়েছে। ফলে এসব নৌরুটগুলোতে ফেরিতে যাতায়াতকারি যাত্রী ও যানবাহন শ্রমিকদেরকে কনকনে এই শীতের মধ্যে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে।
বিআইডব্লিউটিসি আরিচা আঞ্চলিক অফিস সুত্রে জানা গেছে, ঘণকুয়াশার কারণে বৃহস্পতিবার রাত ১:৩০মিনিট থেকে আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।
এসময় আরিচা থেকে কাজিরহাট যাওয়ার পথে ফেরি চিত্রা এবং কাজিরহাট থেকে আরিচা আসার পথে ফেরি খানজাহান আলী যমুনা নদীর মাঝে যানবাহন ও যাত্রী নিয়ে কন কনে এই শীতের মধ্যে শীতের মাঝ নদীতে নোঙর করে রয়েছে। ২টি ফেরি ধানসিড়ি, শাহ আলী আরিচা ঘাটে এবং কিষাণী কাজিরহাট ঘাটে পন্টুনের সাথে বেঁধে রাখা হয়েছে।
এদিকে একই কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি হাসনাহেনা, বরকত ও কপোতি মাঝ নদীতে যাত্রী ও যানবাহন নিয়ে নোঙর করে রয়েছে।এছাড়া পাটুরিয়া ঘাটে ৫টি ফেরি বনলতা, এনায়েতপুরী, ফরিদপুর, শাহপরান ও গৌরী এবং দৌলতদিয়াতে ২টি ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ও বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ঘাটে বেধে রাখা হয়েছে।
বিআইডব্লিউটিসি’র আরিচা আঞ্চলিক কাযার্লয়ের এজিএম মো.আব্দুস সালাম বলেন,বৃহস্পতবার সন্ধ্যা থেকেই পদ্মা-যমুনা অববাহিকায় কুয়াশা পড়তে থাকে। রাত বাড়ার সাথে সাথে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে।বৃহস্পতিবার রাত দেড়টার দিকে কুয়াশার ঘণত্ব বেড়ে গেলে নৌপথ দৃষ্টিসীমার বাহিরে চলে যায়। এসময় ফেরি চালানো খুবই ঝুঝিপূ্র্ণ পড়ে।তাই দুর্ঘটনা এড়াতেই কর্তৃপক্ষের সিদ্ধান্তে বৃহস্পতিবার দিবাগত রাত ১:৩০মিনিট থেকে পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। ঘণকুয়াশা কেটে গেলে পুণ:রায় আবার ফেরি চলাচল শুরু করবে বলে তিনি জানান।
Leave a Reply