মোঃ ইসমাইল সিরাজী,গাইবান্ধা প্রতিনিধি: সুন্দরগঞ্জে ক্ষেতমজুর সমিতির উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় বঙ্গবন্ধু চত্বরে অনুষ্ঠিত জনসভায় ক্ষেতমজুর সমিতির উপজেলা সভাপতি সাহাব উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ্যাড আনোয়ার হোসেন রেজা, সিপিবি, সুন্দরগঞ্জ উপজেলা সভাপতি আবু বক্কর সিদ্দিক, ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য এমদাদুল হক মিলন, ক্ষেতমজুর সমিতির সুন্দরগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পিপুল প্রমুখ।
বক্তাগণ বলেন, ক্ষেতমজুরদের সারা বছর কাজের নিশ্চয়তা বিধান করা রাষ্ট্রের দায়িত্ব। তারা ক্ষেতমজুরদের জন্য পল্লী রেশনিং ও ন্যায্য মূল্যের দোকান চালু এবং জমাবিহীন পেনশন দেয়ার দাবি জানান।
Leave a Reply