মোঃ ইসমাইল সিরাজী, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলার একটি বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রবীন্দ্র নাথ (৫৫) নামের এক জেলের মৃত্যু হয়েছে। বুধবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১ টার দিকে উপজেলার বোনারপাড়ার তেলিয়ান বিলে এ ঘটনা ঘটে।
নিহত রবীন্দ্র নাথ বোনারপাড়া ইউনিয়নের ছাটকালপানি গ্রামের উপিন্দ্র নাথের ছেলে। তিনি পেশায় একজন মৎস্যজীবী।
স্বজনরা জানায়, রবীন্দ্র নাথ দীর্ঘদিন ধরে বিভিন্ন নদ-নদী ও খাল-বিলে মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে স্থানীয় তেলিয়ান বিলে মাছ ধরতে যায়। এসময় মেঘাচ্ছন্ন আকাশের বজ্রপাতে তিনি নিহত হয়।
এ বিষয়ে বোনারপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) সংরক্ষিত আসনের সদস্য কমেলা বেগম বলেন, ওই স্থানে বজ্রপাতে রবীন্দ্র নাথ নামের এক জেলের মৃত্যু হয়েছে। এ বিষয়ে সবাইকে সচেতন থাকা দরকার।
Leave a Reply