মোঃ ইসমাইল সিরাজী, গাইবান্ধা জেলা প্রতিনিধি: বাংলাদেশ জামাতে ইসলামীর পক্ষ থেকে গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নে,কুন্জনাকাই কুমোরগাড়ি সড়ক দুর্ঘটনায় নিহত চার ব্যক্তিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে নগদ ৫০ হাজার টাকা করে মোট ২ লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদান করেছে।
সোমবার (১ মার্চ )বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় আমিরে নির্দেশে ২ লক্ষ টাকা প্রদান করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আব্দুল হালিম কেন্দ্রিয় সহকারী সেক্রেটার জেনারেল,রংপুর আঞ্চলিক টিমের অন্যতম সদস্য ও সাবেক জেলা আমির ডঃ আব্দুর রহিম সরকার,বর্তমান জেলা আমির আব্দুল করিম, পলাশবাড়ী উপজেলার সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম লেবু মাওলানা, সুন্দরগঞ্জের উপজেলার সাবেক চেয়ারম্যান মাজেদুর ইসলাম,গোবিন্দগঞ্জ উপজেলার আমির আবুল কালাম আজাদ, গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী সেক্রেটারি মশিউর রহমান, নাকাই ইউনিয়নের জামাতের সভাপতি মাওলানা আব্দুল আজিজ সহ জেলা উপজেলার কর্মী ও নানান পেশাজীবী মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত ২১ মার্চ ২০২৪ তারিখে সড়ক দুর্ঘটনায় চার জন মারা যান। এরা হলেন, মোঃ মোতালি প্রধান,সবুজ মিয়া,বেলাল হোসেন ও আশরাফুল ইসলাম, এছাড়া আর একজন আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।
Leave a Reply