মোঃইসমাইল সিরাজী, গাইবান্ধা জেলা প্রতিনিধি: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিগত ৪ ই আগস্ট সরকার পতনের আন্দোলনের, গাইবান্ধায় ছাত্র-জনতার মিছিলে পুলিশ সুপার কার্যালয়ের সামনে ও ডিসি অফিসের সামনে ছাত্রদের হত্যার চেষ্টায় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা গুলি বর্ষণ করে,এ সময় গুলিবিদ্ধ হয়ে আহত হন প্রায় ৪ শতাধিক ছাত্র।
ছাত্ররা গাইবান্ধা সদরসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে থাকে।ছাত্রদেরকে হত্যার চেষ্টায় প্রধান আসামি করে, সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনাসহ জেলা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক ও জেলা পুলিশ সুপার কামালসহ ১০ জনের নাম ও অজ্ঞাত ৫০/৬০জনের নামে গাইবান্ধা আদালতে হত্যাচেষ্টার মামলা দায়ের করেন গুলিবিদ্ধ আহত ওয়াহেদুর রহমান।
সাক্ষীও গুলিবিদ্ধ রাশেদুজ্জামান (আশিক)বলেন মামলা দায়ের করতে গেলে, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আঃ মতিন প্রধান বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসামি করে মামলা করতে হবে কেন, এবং তিনি কি এখানে মারামারি করতে এসেছে এমন কথায় ক্ষুব্ধ হয়ে ছাত্র আন্দোলনের আহত আশিক বলেন অবিলম্বে এই ম্যাজিস্ট্রেটকে পদত্যাগ করতে হবে।
Leave a Reply