অনলাইন ডেস্ক: মানুষের ক্ষতি ও অনিষ্টসাধন করার জন্য শয়তান, কুদৃষ্টি নিক্ষেপকারী ও বিষাক্ত পোকামাকড় রয়েছে। এসব থেকে নিজেকে আত্মরক্ষার জন্য বাহ্যিক উপায় অবলম্বন গ্রহণ করার পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করা।
আল্লাহর রাসুল (সা.) দোয়া শিখিয়ে দিয়েছেন। প্রতিদিন সকাল-সন্ধ্যা এ আমল করা। ফজর ও মাগরিবের নামাজের পর দোয়াটি পাঠ করা যেতে পারে।
হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসুল (সা.) এরশাদ করেছেন, যে ব্যক্তি সকাল-সন্ধ্যা এই দোয়া তিন বার পাঠ করবে, আল্লাহ তায়ালা তাকে প্রত্যেক সৃষ্টি জীব, বিশেষ করে সাপ-বিচ্ছু প্রভৃতি বিষাক্ত ও কষ্টদায়ক প্রাণীর অনিষ্ট থেকে রক্ষা করবেন-‘আউজু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক’, অর্থাৎ, ‘আমি আল্লাহর পরিপূর্ণ কালিমার দ্বারা প্রত্যেক শয়তান, বিষাক্ত প্রাণী এবং প্রত্যেক কুদৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করছি।’ (তিরমিজি : ২/১৮২, মুসলিম : ২/৩৪৭)
Leave a Reply