অনলাইন ডেস্ক: অসুস্থতা নিয়ে প্রায় এক মাস ধরে হাসপাতালে ভর্তি পেলে। মাঝে কিছুটা সুস্থ হলেও ফের শারীরিক অবস্থার অবনতি হয়েছে ব্রাজিলিয়ান গ্রেটের। চিকিৎসক এবং পেলের পরিবার জানিয়েছে, তার ক্যান্সারের অবস্থার অবনতি ঘটেছে। হাসপাতালে থেকেই চিকিৎসা নিতে হবে পেলেকে। যেকারণে বড়দিনে বাড়ি ফেরা হবে না তিন বিশ্বকাপ জেতা লেজেন্ডের।
গত বছরের সেপ্টেম্বরে অপারেশন করে পেলের মলাশয়ের টিউমার কেটে ফেলা হয়। এরপর থেকেই কেমোথেরাপি দেয়া হচ্ছে তাকে। এই চিকিৎসা কাজ না করায় গত ২৯শে নভেম্বর সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি করা হয় পেলেকে। চিকিৎসকরা জানিয়েছেন, ৮২ বছর বয়সী পেলের কিডনি ও হার্টের সমস্যার জন্য তার আরও নিবিড় তত্ত্বাবধান প্রয়োজন। পেলের মেয়ে কেলি নাসিমেন্তো ইনস্টাগ্রামে লিখেছেন, ‘বাড়িতে বড়দিন উদযাপন বাতিল হয়ে গেল। চিকিৎসকের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আলবার্ট আইনস্টাইন হাসপাতালে নতুন পরিবার যে সেবা দিচ্ছে, তা নিতেই আমাদের এখানে থাকতে হবে।’
এর আগে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমগুলো খবর ছড়ায়, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন কালো মানিক। সোশ্যাল মিডিয়ায় পেলের মৃত্যুর খবরও ছড়িয়ে পড়ে। ব্রাজিলিয়ান গণমাধ্যম গ্লোবোকে কেলি নাসিমেন্তো বলেছিলেন, ‘তিনি অসুস্থ। বয়স হয়েছে। ফুসফুসের সংক্রমণের কারণে আপাতত হাসপাতালে ভর্তি রয়েছেন। সুস্থ হলেই বাড়িতে ফিরবেন তিনি।’
বিশ্বকাপে ব্রাজিল বাদ পড়ার পর আর্জেন্টিনাকে সমর্থন দিয়েছেন পেলে। হাসপাতালের বিছানায় শুয়েই লিওনেল মেসির শিরোপা জয় দেখেছেন কালো মানিক। পেলে বলেছিলেন, ‘চার বছর পর হয়তো বেঁচে থাকব না। জীবিত থাকতে মেসির হাতে কাপটা দেখতে চাই।’
Leave a Reply