নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এডভোকেট গোলাম মহিউদ্দিনের আনারস মার্কা ২৭ ভোট বেশি পেয়ে বেসসরকারি ভাবে বিজয়ী হয়েছেন।
সোমবার বেলা ৯টা থেকে ভোট গ্ৰহন শুরু হয়ে দুপুর ২ টা পর্যন্ত টানা ভোট গ্ৰহন চলে।
মানিকগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে দুই প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। গোলাম মহিউদ্দিন আনাসর প্রতীকে ৪৫২ ভোট অপর প্রার্থী বজলুল রহমান খান রিপন পেয়েছেন ৪২৫ ভোট।
মানিকগঞ্জ সদর উপজেলার কেন্দ্রে আনারস প্রতীক পেয়েছে ৭৩ ভোট তার প্রতিদ্বন্দ্বী প্রতীক চশমা মার্কা পেয়েছে ৭১ টি, সিংগাইরে আনারস ৩৮ ভোট ও চশমা মার্কা ১১৭ ভোট, সাটুরিয়াতে আনারস ৫৮ ভোট ও চশমা মার্কা ৬০ ভোট, ঘিওর ৫৯ ভোট ও চশমা ৩৪ ভোট, দৌলতপুরে আনারস প্রতীক পেয়েছে ৬৭ ভোট ও তার প্রতিদ্বন্দ্বী প্রতীক চশমা ৩৯ ভোট, শিবালয়ে আনারস ৬২ ভোট তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী চশমা মার্কা ৩১ ভোট ও হরিরামপুরে আনারস প্রতীকে ৯৫ ভোট তার প্রতিদ্বন্দ্বী প্রতীক চশমা মাকায় পেয়েছে ৭৩ ভোট পেয়েছে।
মানিকগঞ্জের সাতটি উপজেলার মোট ৮৮৯ জন জনপ্রতিনিধি জেলা পরিষদ নির্বাচনে ভোটার হিসাবে অংশ নিয়েছে। ইলেকট্রিক ভোটিং মেশিনের(ইভিএম) মাধ্যমে জেলার ৭ টি কেন্দ্রে ভোট গ্রহন করা হয়।
Leave a Reply