অনলাইন ডেস্ক: এবার দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৪ সালের ৭ জানুয়ারি। দেশজুড়ে নির্বাচনি হাওয়া বইছে। শনিবার সকাল থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এবারের নির্বাচনেও দলীয় মনোনয়নপ্রত্যাশী শোবিজের অনেক তারকা।
মনোনয়নপ্রত্যাশীদের দৌড়ে এগিয়ে আছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। তিনি সময়ের আলোকে বলেন, আমি অবশ্যই নির্বাচন করতে চাই। যদি দলীয় সিদ্ধান্ত আসে, সে ক্ষেত্রে অমত করব না। তবে অনুমতি পেলেই সব হবে।
প্রার্থী হওয়ার জন্য আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন জনপ্রিয় এই তারকা। এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন এই নায়ক। ফেরদৌসের শ্বশুর মরহুম আলী রেজা রাজু ছিলেন এই আসনের সংসদ সদস্য। শ্বশুরের পরিবর্তে সেবার যশোর-৩ থেকে প্রার্থী হতে চেয়েছিলেন এই তারকা। এরপর নায়ক ফারুকের মৃত্যুর পর ঢাকা-১৭ আসনটি শূন্য হয়ে যায়। এই আসনেও ফেরদৌসের প্রার্থী হওয়ার গুঞ্জন উঠেছিল।
নব্বই দশকের চলচ্চিত্র তারকা শাকিল খান। অভিনয় ছেড়ে দীর্ঘদিন ধরেই ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগের হয়ে মাঠে সক্রিয়। এবার এই অভিনেতা জানালেন, বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য হতে চান তিনি। এ জন্য অনেক আগে থেকেই এলাকায় প্রচার শুরু করেছেন। এলাকায় শোভা পাচ্ছে তার ব্যানার, পোস্টার ও ফেস্টুন।
শাকিল খান বলেন, অনেক আগে থেকেই এলাকার উন্নয়নে কাজ করে আসছি। সেখানে মাদরাসা এবং স্কুলসহ কয়েকটি প্রতিষ্ঠান করেছি। রামপাল আমার জন্মস্থান। এলাকার জনসমর্থন নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চাই। এবার আশা করছি দল থেকে মনোনয়ন পাব।
দীর্ঘদিন ধরে শোবিজে যুক্ত রয়েছেন আরশাদ আদনান। গত কুরবানির ঈদে ‘প্রিয়তমা’ সিনেমা প্রযোজনা করে নতুন করে আলোচনায় এসেছেন আরশাদ আদনান। শোবিজে যুক্ত থাকলেও আওয়ামী লীগের রাজনীতিতেও সক্রিয় তিনি।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৫ (সদর) আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য হওয়ার ঘোষণা দিয়েছেন। রাজনৈতিক পরিবারে জন্ম নেওয়া আরশাদ আদনানের আরেকটি পরিচয় তিনি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের একমাত্র পুত্র।
অভিনয়ের চেয়ে রাজনীতিতে নিয়মিত চিত্রনায়িকা মাহিয়া মাহি। ক্ষমতাসীন আওয়ামী লীগের হয়ে এবার জাতীয় নির্বাচনে সংসদ সদস্য হতে চান এই অভিনেত্রী। মাহি জানান, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মনোনয়নপত্র নিয়েছেন তিনি। সোমবার দুপুরে মনোনয়নপত্র জমা দেবেন।
মাহি বলেন, চাঁপাইনবাবগঞ্জ ২ মানুষের জন্য কাজ করতে চাই। দল যাকে মনোনয়ন দেবে তার হয়েই মাঠে কাজ করব।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহি এর আগে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে চেয়েছিলেন।
একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত আসনে প্রার্থী হওয়ার জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। তখন তাকে প্রার্থী হতে দেখা যায়নি। তবে এবার নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন এই চিত্রনায়িকা। অপু বলেন, এবার নির্বাচনে প্রার্থী হতে পরিকল্পনা রয়েছে। আমার কাছে মনে হয় নারীদের তুলে ধরতে একজন নারীই প্রয়োজন। যেমনটা আমাদের প্রধানমন্ত্রী। তিনি সবসময় নারী নেতৃত্বকে সাপোর্ট দেন। প্রার্থী হওয়ার সেই সুযোগ যদি তিনি আমাকে করে দেন, তা হলে অবশ্যই আমি নির্বাচন করব।
এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিভিন্ন প্রচার অনুষ্ঠানে দেখা গেছে এ নায়িকাকে। এবারও নির্বাচনে দলটিকে ফের ক্ষমতায় দেখতে চান অপু বিশ্বাস।
অভিনেতা সিদ্দিকুর রহমান আওয়ামী লীগ থেকে টাঙ্গাইল-১ আসনের জন্য মনোনয়ন প্রত্যাশা করছেন। তিনি বলেন, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের জন্য টাঙ্গাইল-১ থেকে মনোনয়নপ্রত্যাশী ছিলাম এবং ঢাকা-১৭ আসনে উপনির্বাচনের জন্য মনোনয়ন চেয়েছিলাম; কিন্তু দল আমাকে সমর্থন দেয়নি। এবার আশা করছি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে নির্বাচন করার সুযোগ দেবেন। ইতিমধ্যে আমি কাজ শুরু করেছি। টাঙ্গাইলের মধুপুর-ধনবাড়ী এলাকায় আমি অনেক আগে থেকেই উন্নয়নমূলক কাজ করে আসছি। এলাকার লোকজনও আমাকে তাদের প্রতিনিধি হিসিবে আমাকে চাইছেন।
‘রূপবান’ কন্যা হিসেবেই পরিচিত চলচ্চিত্র অভিনেত্রী সুজাতা। বেশ কয়েক দিন ধরে রাজনৈতিক অঙ্গনে সোচ্চার এই অভিনেত্রী। সুজাতা বলেন, আমি সংসদে গিয়ে নারীদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কার্যক্রমের অংশীজন হতে চাই। আমি আমার অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাই। আমি আশাবাদী প্রধানমন্ত্রী আমাকে দেশসেবার সুযোগ দেবেন।
একাদশ সংসদ নির্বাচনে ফেনী-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন অভিনেত্রী রোকেয়া প্রাচী। কিন্তু দল থেকে মনোনয়ন পাননি তিনি। শোনা যাচ্ছে, আসন্ন দ্বাদশ নির্বাচনেও মনোনয়ন পেতে চেষ্টা করছেন এই অভিনেত্রী। রোকেয়া প্রাচী বলেন, এ বিষয়ে আমি এখন কিছু বলতে চাই না। সময় হলে সবই বলব।
বর্তমানে আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবে রয়েছেন আসাদুজ্জামান নূর, মমতাজ বেগম ও সুবর্ণা মুস্তাফা। এ ছাড়া সাংস্কৃতিক অঙ্গন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য হয়েছিলেন প্রয়াত সারাহ বেগম কবরী, আকবর হোসেন পাঠান ফারুক। তারানা হালিম প্রতিমন্ত্রীও হয়েছেন। সুত্র:সময়ের আলো
Leave a Reply