নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা খান পাড়ার বাহাদুর খানের একমাত্র ছেলে সাদ মাহমুদ খান (১৪) কোটা আন্দোলন দেখতে গিয়ে পুলিশের গুলিতে প্রাণ হারায়। নিহত সাদের বাবা বাহাদুর খান প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরে বর্তমানে ব্যবসা করছেন।
বাহাদুর খান জানান, ছেলেমেয়েদের খেলাপড়ার জন্য সাভারে একটি বাসা ভাড়া করে পঞ্চম তলায় থাকেন। সাদ স্থানীয় জাবালে নুর দাখিল মাদরাসার ষষ্ঠ শ্রেণিতে লেখাপড়া করত। গত ২০ জুলাই বিকালে সাদ বাসার ছাদে খেলা করছিল। এ সময় সে রাস্তায় লোকজনের হট্টগোল দেখতে পেয়ে ছাদ থেকে নেমে এগিয়ে গিয়ে কোটা আন্দোলন দেখতে থাকে। এ সময় পুলিশ এসে তাকে গুলি করে দেয়। সঙ্গে সঙ্গে সাদ মাটিতে লুটিয়ে পড়ে। আহত অবস্থায় স্থানীয়রা তাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বাহাদুর খানের আরও দুই কন্যাসন্তান রয়েছে। বড় মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে। ছোট মেয়ে জাবালে নুর দাখিল মাদরাসায় চতুর্থ শ্রেণিতে পড়ে। ঘটনার পর থেকে পুত্রশোকে মা হালিমা আক্তার শয্যাশায়ী অবস্থায় রয়েছেন।
ধল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম বলেন, বাহাদুর খানের ছেলে গত ২০ জুলাই সাভারে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। পরের দিন এলাকায় তাকে দাফন করা হয়েছে।
Leave a Reply