1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় উদ্দীপন এনজিওর কর্মী নিহত  প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এতিমদের মাঝে খাবার বিতরণ করলেন এমপি মমতাজ হরিরামপুরে কৃষক লীগের আহ্বায়ক কমিটি গঠন শিবালয়ে অটোরিকশা চোর চক্রের ৩ সদস্য আটক,প্রাইভেটকারসহ অটোরিকশা উদ্ধার দেশের উন্নয়ন শেখ হাসিনার আমলেই হয়েছে:মমতাজ প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে হরিরামপুরে গাছের চারা রোপন গাইবান্ধার সুন্দরগঞ্জে ক্ষেতমজুর সমিতির সভা গোবিন্দগঞ্জ উপজেলার আব্দুল লতিফ প্রধান শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হরিরামপুরে মৃত গ্রাহকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র আর মির্জা ফখরুল ভয় দেখায়

একনজরে আগের ফাইনাল সব বিশ্বকাপ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ৯৫ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: আর্জেন্টিনা-ফ্রান্স ম্যাচ দিয়ে সমাপ্তি ঘটতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপের ২২তম আসরের। এর আগে একনজরে দেখে নিন আগের ২১ আসরের ফাইনালের ফলাফল:

১৯৩০: উরুগুয়ে ৪: আর্জেন্টিনা ২

মন্টেভিডিওতে বিরতির আগে পিছিয়ে থাকলেও ঘুরে দাঁড়িয়ে ৪-২ ব্যবধানের জয়ে বিশ্বকাপের প্রথম শিরোপা উরুগুয়ের।

১৯৩৪: ইতালি ২: চেকোস্লাভাকিয়া ১

রোমের ফাইনালে ৭১ মিনিটে আন্তোনিন পুচের গোলে এগিয়ে যায় চেকরা। ১০ মিনিট পর সমতা ফেরান রাইমুন্দো ওরসি। ৯৫তম মিনিটে আনহেলো শিয়াভিয়োর গোলে উৎসবে মাতে পুরো ইতালি।

১৯৩৮: ইতালি ৪: ফ্রান্স ২

বিরতির আগেই ইতালি এগিয়ে যায় ৩-১ ব্যবধানে। শেষ পর্যন্ত ৪-২ গোলের জয়ে টানা দ্বিতীয় শিরোপা ইতালির।

১৯৫০: উরুগুয়ে ২: ব্রাজিল ১

মারাকানায় ব্রাজিল-উরুগুয়ের শেষ ম্যাচটি হয়ে উঠেছিল শিরোপা নির্ধারণী ম্যাচ। হুয়ান স্কিয়াফিনো আর এদগার্দো গিঘিয়ার গোলে উরুগুয়ে জিতলে শোকস্তব্ধ হয়ে পড়ে ব্রাজিল।

১৯৫৪: পশ্চিম জার্মানি ৩: হাঙ্গেরি ২

‘মিরাকল অব বার্ন’ নামে পরিচিতি এই ফাইনালের। গ্রুপ পর্বে হাঙ্গেরির কাছে ৩-৮ গোলে বিধ্বস্ত হয়েছিল পশ্চিম জার্মানি। অথচ ফাইনালে ৩-২ ব্যবধানে জেতে জার্মানরা।

১৯৫৮: ব্রাজিল ৫: সুইডেন ২

ব্রাজিল প্রথম বিশ্বকাপ জেতে ১৯৫৮-তে।    জোড়া গোল করে নায়ক ১৭ বছর বয়সী পেলে।

১৯৬২: ব্রাজিল ৩: চেকোস্লাভাকিয়া ১

টানা দ্বিতীয় বিশ্বকাপ জয় ব্রাজিলের। চেকোস্লাভাকিয়াকে তারা হারায় ৩-১ গোলে।

১৯৬৬: ইংল্যান্ড ৪: পশ্চিম জার্মানি ২

বিশ্বকাপ ফাইনালে একমাত্র হ্যাটট্রিকটি জিওফ হার্স্টের। তবে ১০১ মিনিটে তাঁর শট গোললাইন অতিক্রম করেছিল কি না, বিতর্ক চলে এখনো।

১৯৭০: ব্রাজিল ৪: ইতালি ১

৪-১ ব্যবধানে একতরফা জিতে তৃতীয় বিশ্বকাপ ব্রাজিলের। সুবাদে জুলে রিমে ট্রফিটা বরাবরের মতো হয়ে যায় ব্রাজিলের।

১৯৭৪:  পশ্চিম জার্মানি ২: নেদারল্যান্ডস ১

ইয়োহান ক্রুইফের টোটাল ফুটবলের দাপট থামিয়ে ২-১ গোলে জিতে চ্যাম্পিয়ন পশ্চিম জার্মানি।

১৯৭৮: আর্জেন্টিনা ৩: নেদারল্যান্ডস ১

বুয়েনস এইরেসের ফাইনালে স্বাগতিক আর্জেন্টিনা প্রথমবার শিরোপা জেতে ৩-১ গোলের জয়ে।

১৯৮২: ইতালি ৩: পশ্চিম জার্মানি ১

৮২ মিনিটে ৩-০ গোলে এগিয়ে ছিল ইতালি। ম্যাচ কার্যত শেষ তখনই।

১৯৮৬: আর্জেন্টিনা ৩: পশ্চিম জার্মানি ২

উপভোগ্য ছিল ফাইনালটা। ম্যাচ শেষের ৭ মিনিট আগে ডিয়েগো ম্যারাডোনার পাসে হোর্হে বুরুচাগার গোলে দ্বিতীয়বার শিরোপা জেতে আর্জেন্টিনা।

১৯৯০: পশ্চিম জার্মানি ১: আর্জেন্টিনা ০

শেষ দিকে আর্জেন্টিনা ৯ জন নিয়ে খেলে ফাইনালটা। ৮৫ মিনিটে রেফারি এদগার্দো কোদেসালের বিতর্কিত সিদ্ধান্তে পেনাল্টি পায় পশ্চিম জার্মানি। আন্দ্রেস ব্রেমের গোল বিশ্বকাপ এনে দেন জার্মানদের।

১৯৯৪: ব্রাজিল ০ (৩): ইতালি ০ (২)

বিশ্বকাপের প্রথম ফাইনাল টাইব্রেকারে নিষ্পত্তি হয়েছিল সেবারই।

১৯৯৮: ফ্রান্স ৩: ব্রাজিল ০

জিনেদিন জিদানের জোড়া গোলে ফ্রান্স এগিয়ে যায় ২-০ ব্যবধানে। তৃতীয় গোলটি এমানুয়েল পেতিতের, প্রথম বিশ্বকাপ জেতে ফ্রান্স।

২০০২: ব্রাজিল ২: জার্মানি ০

ইয়াকোহামার ফাইনালে রোনালদোর জোড়া গোলে ২-০ ব্যবধানের জয় ব্রাজিলের।

২০০৬: ইতালি ১ (৫): ফ্রান্স ১ (৩)

মার্কো মাতেরাজ্জির বুকে ঢুঁস মেরে লাল কার্ড দেখেন জিনেদিন জিদান। টাইব্রেকারে ইতালির জয় ৫-৩ ব্যবধানে।

২০১০: স্পেন ১: নেদারল্যান্ডস ০

জোহানেসবার্গে অতিরিক্ত সময়ে ১১৬তম মিনিটে আন্দ্রেস ইনিয়েস্তার গোলে প্রথমবার বিশ্বকাপ জেতে তিকিতাকায় মুগ্ধ করা স্পেন।

২০১৪: জার্মানি ১: আর্জেন্টিনা ০

অতিরিক্ত সময়ের ১১৩তম মিনিটে বদলি খেলোয়াড় মারিও গোেজর গোলে চতুর্থ বিশ্বকাপ জেতে জার্মানি।

২০১৮:  ফ্রান্স ৪: ক্রোয়েশিয়া ২

মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে ক্রোয়েশিয়াকে গুঁড়িয়ে দেয় ফ্রান্স। ৪-২ ব্যবধানে জিতে ঘরে তোলে দ্বিতীয় বিশ্বকাপ।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :