হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুরে ঝিটকা সূর্য তরুণ ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল পৌনে পাঁচ টায় ফাইনাল খেলায় হরিরামপুরের ঝিটকার লালচাঁন চেয়ারম্যান স্মৃতি ফুটবল একাডেমি ২-০ গোলে সাটুরিয়া উপজেলার স্বপন ফুটবল একাডেমিকে পরাজিত করে । খেলায় প্রধান অতিথি হিসেবে মানিকগঞ্জ ২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম উপস্থিত ছিলেন। খেলার উদ্বোধন ঘোষণা করেন অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার। খেলায় চ্যাম্পিয়ন দলকে মোটর সাইকেল এবং রানার্সআপ দলকে ফ্রিজ পুরষ্কার দেয়া হয়।
স্বাগত বক্তব্য রাখেন ঝিটকা সূর্য তরুণ ক্লাবের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান আজিম খান ও সাধারণ সম্পাদক এড. প্রবীর কর্মকার। প্রধান বক্তা হিসেবে ঢাকা জেলা উত্তর আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ইঞ্জি: সালাম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রব প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply