অনলাইন ডেস্ক: যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রথম ইউক্রেন সফরে গিয়েছেন ঋষি সুনাক। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাতে তিনি ৫ কোটি পাউন্ড মূল্যের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রদানের অঙ্গীকার করেছেন।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, ইউক্রেনের জন্য ঋষি সুনাকের ঘোষিত সামরিক সহায়তা প্যাকেজে থাকবে বিমান বিধ্বংসী অস্ত্র (অ্যান্টি এয়ারক্রাফট গান) এবং ইরানের ড্রোন মোকাবিলার প্রযুক্তি।
এক বিবৃতিতে ঋষি সুনাক বলেন, ঠাণ্ডা এবং তীব্র শীত সামনে রেখে আমরা ইউক্রেনকে মানবিক সহায়তা প্রদান বৃদ্ধির উদ্যোগ নিয়েছি।
সূত্র: আল জাজিরা
Leave a Reply