অনলাইন ডেস্ক: ফ্রান্স ও পশ্চিমারা অস্ত্র সরবরাহ করার কারণেই আরও দীর্ঘায়িত হচ্ছে ইউক্রেনের জনভোগান্তি। সোমবার এমন দাবিই করেছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দেশ রাশিয়া।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘মৌলিকভাবে এই সরবরাহ এখন কিংবা ভবিষ্যতে কোনোকিছুই বদলাতে পারবে না। তবে তারা পারবে ইউক্রেনের মানুষের ভোগান্তি দীর্ঘায়িত করতে।’
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ গত সপ্তাহে, ইউক্রেনকে হালকা ধরনের ট্যাংক সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছেন। ক্রেমলিন জানিয়েছে, পুতিন ও ম্যাক্রোঁর মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে। নতুন ঘোষণা হিসেবে জার্মানি, ফ্রান্স ও যুক্তরাষ্ট্র ইউক্রেনকে আরও সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে।
সূত্র: এএফপি
Leave a Reply