1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০৮:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিতর্কিত কাউকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া যাবে না:মির্জা ফখরুল ইউক্যালিপটাস ও আকাশমণি গাছ রোপণ বন্ধ করতে উপদেষ্টার নির্দেশ মানব সমাজ পরিবর্তনশীল এর তাল মিলাতে না পারলে আওয়ামী লীগের মতো ছিটকে পড়তে হবে:ড.মঈন খান জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর পর্যাপ্ত সহায়তা প্রয়োজন:ড. ইউনূস অনলাইনে দেশের সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির আবেদন শুরু হয়েছে মানিকগঞ্জে তারণ্যনির্ভর বাংলাদেশ বিনির্মানে আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় মানিকগঞ্জের কোথায়ও অতিরিক্ত মূল্যে সার, বীজ, কীটনাশক বিক্রি ও সরবরাহের ক্ষেত্রে কোন অনিয়ম হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে হবে: সৈয়দ মেজবাহ উদ্দিন কেয়ামতের আগে মানুষের যে অবস্থা হবে দেশে থাকলে দ্রুতই গ্রেপ্তার হচ্ছেন ওবায়দুল কাদের

আসামে দু’দিনেই জিতলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ১৫৭ বার পড়েছেন
অনুর্ধ-১৬

অনলাইন স্পোর্টস ডেস্ক: তিনটি একদিনের ও দুটি তিনদিনের ম্যাচ খেলতে ২৫ জুলাই ভারতের আসাম রাজ্যে গিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ ক্রিকেট দল। ভারতের গৌহাটিতে ২৭ জুলাই থেকে শুরু হয়েছিল প্রথম তিনদিনের ম্যাচটি। যা দুইদিনেই ১০ উইকেটের ব্যবধানে জিতে নিয়েছে বাংলাদেশের কিশোররা।

বৃষ্টি বিঘ্নিত প্রথম দিনে আসাম অনূর্ধ্ব-১৬ দল আগে ব্যাট করতে নেমে মাত্র ৩৬.৩ ওভারে ৭৭ রানেই অলআউট হয়ে যায় প্রথম ইনিংসে। আসাম দলের একলাভিয়া শর্মা সর্বোচ্চ ২৫ রান করেন। ১২টি রান করেন প্রবল কালিতা। আর ১০টি রান আসে দেবরাজ শর্মার ব্যাট থেকে। বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেননি।

বল হাতে বাংলাদেশের আল ফাহাদ ৭ ওভারে ১৭ রান দিয়ে ৪টি উইকেট নেন। ৩টি করে উইকেট নেন সাইক ইমতিয়াজ সিহাব ও সঞ্জিত মজুমদার।

জবাবে বাংলাদেশও সুবিধা করতে পারেনি। ২৭.২ ওভারে অলআউট হয় ১৫৭ রানে। লিড পায় ৮০ রানের। ব্যাট হাতে বাংলাদেশের মো. হাসানুজ্জামান ৬টি চার ও ৫ ছক্কায় সর্বোচ্চ ৬২ রান করেন। আব্দুল্লাহ ৭ চারে করেন ৪২ রান। ২৩টি রান আসে দেবাশীষ সরকারের ব্যাট থেকে।

বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেননি। তাদের মধ্যে ৪ জন আউট হয়েছেন শূন্যরানে। একজন অপরাজিত ছিলেন শূন্যরানে। বাকি দুজনের একজন ৮ ও অন্যজন ৪ রান করেন।

বল হাতে আসামের দ্যুতিময় নাথ ৪টি, মোতি ঠাকুর ৩টি ও একলাবিয়া শর্মা ২টি উইকেট নেন।

এরপর আসাম তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২৮.৪ ওভারে ৮০ রানে অলআউট হয়ে যায়। আসামের একলাভিয়া ২৮ ও প্রবল ১২ রান করেন। বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেনি।

বল হাতে বাংলাদেশের সামিউন বসির রাতুল ৫.৪ ওভার বল করে ৮ রান দিয়ে ৪টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন সাদ ইসলাম রাজিন, সাইক ইমতিয়াজ সিহাব ও আজিজুল হাকিম তামিম।

১ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে জাওয়াদ আবরারের বাউন্ডারিতে ১০ উইকেটে জিতে যায় বাংলাদেশ।

 

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :