শাহজাহান বিশ্বাস: ঘূর্ণিঝড় ‘সিত্রাংয়ের’ প্রভাবে পদ্মা ও যমুনা নদীতে প্রবল ঢেউয়ের সৃষ্টি হয়েছে।দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ স্পিডবোট চলাচল বন্ধ করে দিয়েছে।
বিআইডব্লিউটিএ এবং বিআইডব্লিউটিসি সুত্রে জানা গেছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উক্ত নৌরুটে লঞ্চ ও স্পিডবোট এবং বেলা সাড়ে ৩টার থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত এসব নৌযান চলাচল বন্ধ থাকবে কর্তৃপক্ষ জানিয়েছেন।
‘ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ঘাট এলাকায় সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। বেলা বাড়ার সাথে সাথে ঝড়ো বাতাস বেড়ে যাওয়ায় নদীতে উত্তাল ঢেউয়ের সৃষ্টি হয়েছে।এতে দুর্ঘটনা এড়াতে আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সকাল সাড়ে ১১টা থেকে লঞ্চ, স্পিডবোট এবং সাড়ে ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ২০টি ও আরিচা-কাজিরহাট নৌপথে ১৩টি লঞ্চ এবং ৪২টি স্পিডবোট রয়েছে বলে বিআডব্লিউটিএ সুত্রে জানা গেছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম শাহ মুহাম্মদ খালিদ নেওয়াজ বলেন, ‘পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ১৭ট এবং আরিচা-কাজিরহাট নৌপথে ৫টি ফেরি রয়েছে।বৈরি আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সোমবার বেলা সাড়ে ৩টা থেকে সকল ধরনের ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত এসব ফেরি চলাচল বন্ধ থাকবে বলে তিনি জানিয়েছেন।
Leave a Reply