
নিজস্ব প্রতিবেদক:মানিকগঞ্জের শিবালয়ে বিএনপির এক বিশাল গণসমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে শিবালয় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠণ এ অনুষ্ঠানের আয়োজন করে।
মানিকগঞ্জ-১ আসনের বিএনপির প্রার্থী বিএপি’র প্রয়াত মহসচিব খন্দকার দেলোয়ার হোসেনের পুত্র ড. আকবর হোসেন বাবলু এ সমাবেশে নেতৃত্ব দেন।
ড. বাবলু তাঁর বক্তব্যে বলেন,“আমরা রাজনীতি করি জনগণের কল্যাণ, দেশের সেবা এবং গণতন্ত্রের শক্তিশালী প্রতিষ্ঠার জন্য। বর্তমান সময়ে জনগণ নানা সংকট ও দুর্ভোগের মুখোমুখি। তাদের কষ্ট বুঝে, তাদের অধিকার নিশ্চিত করতে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমাদের সক্রিয়ভাবে কাজ করতে হবে। বিএনপি জনগণের দল, আর জনগণের কল্যাণই আমাদের প্রধান লক্ষ্য। আমরা চাই প্রতিটি মানুষ যেন নিরাপদ জীবনযাপন করতে পারে, যেন সব শিশুর জন্য শিক্ষার ব্যবস্থা হয়, এবং যেন প্রতিটি শ্রমজীবী মানুষের জন্য যথাযথ সুযোগ তৈরি হয়।”
তিনি বলেন, “রাষ্ট্র কাঠামো মেরামত করা, জনগণের সরকার প্রতিষ্ঠা করা এবং দেশের মানুষকে তাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়া আমাদের অঙ্গীকার। আমরা চাই, দেশের রাজনৈতিক সংস্কৃতিতে স্বচ্ছতা আসুক, দুর্নীতি বন্ধ হোক এবং দেশের প্রতিটি মানুষ যেন সমানভাবে সুযোগ ও সেবা পায়। শিবালয়ের প্রতিটি মানুষ আজ এই সমাবেশে এসেছে তারই প্রমাণ।”
বাবলু আরো বলেন, “আপনারা সকলেই এই পরিবর্তনের অংশ। আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, তবে কোন অন্যায় ব্যবস্থা, কোন নিপীড়ন বা কোন কঠোর শাসনও আমাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে পারবে না। যুবসমাজ, শিক্ষিত মানুষ, সাধারণ মানুষ—সবাইকে একত্রিত হতে হবে। আমরা একসাথে এক শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে পারি।”
সমাবেশে উপস্থিত জনতা ড. বাবলুর বক্তব্যে উচ্ছ্বাস ও সমর্থনের ঝড় তোলে। অনুষ্ঠানটি পরিচালনা করেন আবু খালিদ ডন, শিবালয় উপজেলা যুবদলের ১নং যুগ্ম আহ্বায়ক।
সমাবেশে সভাপতিত্ব করেন কাজী আব্দুর রাজ্জাক, শিবালয় উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাংগঠনিক সম্পাদক।
বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীর উপস্থিতিতে পুরো উপজেলা চত্বরে সৃষ্টি হয় জনতার ঢল। স্থানীয়রা বলছেন, ড. বাবলুর নেতৃত্বে বিএনপির গণতান্ত্রিক আন্দোলন ও জনকল্যাণমূলক প্রচেষ্টা ভবিষ্যতে নতুন গতি পাবে।
Leave a Reply