অনলাইন ডেস্ক: বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের ১৮তম লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোটগ্রহণ আজ শুক্রবার (২৬ এপ্রিল)। এদিন দেশটির ১৩টি রাজ্য ও ৮৮টি লোকসভা আসনে ভোট হবে। খবর আলজাজিরার
ভারতের নির্বাচন কমিশনের তথ্য অনুসারে, শুক্রবার দ্বিতীয় দফায় সবচেয়ে বেশি ভোটগ্রহণ হচ্ছে দক্ষিণি রাজ্য কেরালায়। এই রাজ্যের ২০টি লোকসভা আসনের সবকটিতেই ভোট হবে এদিন।
পাশাপাশি কর্ণাটকের ১৪, রাজস্থানের ১৩, উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রের আটটি করে এবং বিহার ও আসামের পাঁচটি এবং পশ্চিমবঙ্গের তিনটি আসন- দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাটে ভোট হবে। এছাড়া উত্তর-পূর্বাঞ্চলের ত্রিপুরা এবং কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের একটি করে লোকসভা আসনেও ভোটগ্রহণ হবে।
স্থানীয় সময় সকাল ৭টায় শুরু হয়ে ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
এ উপলক্ষে এরই মধ্যে কেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে ব্যালট পেপারসহ ভোটের সরঞ্জামাদি। কেন্দ্রগুলোতে কড়া নিরাপত্তার ব্যবস্থা থাকবে। এই দফায় মোট ১ হাজার ২০৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দ্বিতীয় দফায় ভোটের লড়াইয়ে মাঠে রয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, শশী থারুর, ওম বিড়লা, হেমা মালিনী, অরুণ গোভিলসহ একাধিক হেভিওয়েট প্রার্থী।
Leave a Reply