1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৬ পূর্বাহ্ন

আগামী ১ ফেব্রুয়ারি বিএনপির ছেড়ে দেওয়া ৫ আসনে উপনির্বাচন

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ৬১ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের কারণে শূন্য হওয়া আসনগুলোতে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ঘোষিত তফসিল অনুযায়ী এসব আসনে ভোট হবে আগামী ১ ফেব্রুয়ারি। সেদিন সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএমে) ভোট হবে। ভোটে সিসি ক্যামেরা থাকবে কি না তা পরবর্তীতে জানানো হবে।

 রবিবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সভা শেষে এই নির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম।

বেলা ১১টায় কমিশন সভা শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে বাকি চার কমিশনারসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোয়ন দাখিলের শেষ তারিখ ৫ জানুয়ারি। বাছাইয়ের শেষ তারিখ ৮ জানুয়ারি। মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ ২৩ জানুয়ারি। ভোট ১ ফেব্রুয়ারি।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :