অনলাইন ডেস্ক: তিনি অভিনেত্রী, ইউটিউবার ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। কথা হচ্ছে অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে নিয়ে। তিনি একটা পোস্ট করলে ভাইরাল হয় ঝড়ের গতিতে। নিত্যদিন শ্রীলেখা মিত্র থাকেন সংবাদ শিরোনামে। যে কারণে ইন্ডাস্ট্রির অনেকের আলোচনার বিষয় হয়েছেন তিনি। অন্তত এমনটাই জানিয়েছেন এই অভিনেত্রী।
তবে শ্রীলেখা মিত্র যা-ই করেন, তাই যেন হেডলাইন। তবে বিতর্কেও পড়তে হয়েছে তাকে। স্পষ্টবক্তা বলে বেশ দুন্নামও রয়েছে। নিজেকে ভীষণ রকম ‘কেবলা’-ই বলে থাকেন শ্রীলেখা। তার অনুরাগী যেমন রয়েছেন, তাকে নিয়ে নিন্দা মন্দ করার লোকের সংখ্যা কম নয়। তবে তিনি সদা পজিটিভ।
সম্প্রতি এক সাংক্ষাৎকারে শ্রীলেখাকে জিজ্ঞেস করা হয় তাকে কেন কমসংখ্যক কাজ করতে দেখা যায়? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি বাকিদের মতো তেল দিতে পারি না। আর টালিউডের অনেকেরই আত্মসম্মান নেই। সেই কারণেই বাকিদের তুলনায় আমি কম কাজ পাই। তবে তাই বলে আমি নিজেকে বদলাতে চাইনি। আমার মন যা বলে, আমি তাই করি।’
তিনি আরও বলেন, ‘টলিউডে দুটো সিনেমা তখনই বাঁধা হয়ে যায় যখন একজন অভিনেত্রী কোনো অভিনেতা তথা হিরো বা ডিরেক্টরের সঙ্গে প্রেম করেন। একটি হিন্দি ছবিতে গোবিন্দর সঙ্গে তার কাজ করার কথা ছিল। সাবস্ক্রিপ্ট পড়ে শোনানোর জন্য তাকে ডাকা হয়েছিল। নায়িকা তার ভাইয়ের সঙ্গে সেখানে গিয়েছিলেন বলে জানান। সেখানে গিয়ে খাওয়া, আড্ডা হলেও কাজ হয়নি।’
সূত্র : হিন্দুস্তান টাইমস
Leave a Reply